
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৫ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার ২ আগস্ট,২০২০ খ্রি. কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আকাশ শেখ(২০), পিতা-মনির শেখ, সাং-পুরাতন মানিকদা, ফায়েক মেম্বারের বাড়ীর পাশে, ইউনিয়ন-লতিফপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ এবং ২)মোঃ শরিফুল ইসলাম বাবলু(১৮), পিতা-মৃতঃ সরোয়ার হোসেন, সাং-মুলখানা, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-প্রভাতী স্কুলের সামনে রাজিব ম্যানসন এর ৪ তলার নিচ তলা, রোড নং-১৫২, বাড়ী নং-১৩৬, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।