ক্রাইম পেট্রোল ডেস্ক>>
কেএমপি’র খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি সচল পি’স্তল, ২ টি ম্যাগজিন এবং ১ টি গুলির কার্তুজসহ এক ব্যক্তিতে গ্রে’ফতার করা হয়েছে।
আজ শনিবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ রাত্র ২০.৩০ ঘটিকার সময় ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থানাধীন হোল্ডিং নং-২৪/৮, পশ্চিম টুটপাড়া মওলার বাড়ী মোড় এলাকায় হতে ০১ (এক) টি সচল পি’স্তল (যার একটির গায়ে ইংরেজিতে MADE IN U.P 7.65) ও ০২ (দুই) টি ম্যা’গজিন এবং ০১ (এক) টি গু’লির কা’র্তুজসহ ১) মোঃ নাহিদ হাসান সরদার(২৪), পিতা-মোঃ আমজাদ সরদার, সাং-২৪ নুর মসজিদ রোড পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা, মহানগর খুলনা’কে গ্রে”ফতার করা হয়েছে। গ্রে’ফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত খুলনা মহানগর এলাকায় অ’স্ত্র ব্যবসা এবং উক্ত অ’স্ত্র দিয়ে স’ন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংক্রান্তে গ্রে’ফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলনা থানায় অ’স্ত্র আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।