ক্রাইম পেট্রোল ডেস্কঃ
খুলনায় আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার এর সার্বিক দিক নির্দেশনায় ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার, আইপি পুলিশ সুপার-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ‘খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড’ হতে লোহার এ্যাংগেল, জিআই তার ও লোহার রড চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কোম্পানির প্লান্ট ইনচার্জ মশিউল আজম বাদী হয়ে খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১ টি চু’রির মামলা দায়ের করেন যা খালিশপুর থানার মামলা নাম্বার ২৭/৯৯, তারিখ-২৬/০৪/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০।
আই.পি-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) এম আল মামুদ উক্ত মামলার তদন্ত ভার গ্রহণ করতঃ তদন্ত কার্যক্রম শুরু করেন। উক্ত মামলায় গত ১৩/০৭/২০২২ তারিখে গ্রে’ফতারকৃত আসামী মোঃ অপু মোল্লা প্রকাশ যুবরাজ (২৪), পিতা-মোঃ মোজাহার মোল্লা, সাং- সেনহাটি শিববাড়ি মসজিদপাড়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা’কে গ্রেফতারকরতঃ ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার স্বীকারোক্তিমূলে পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশে ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃত্বে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ২৬/০৯/২০২২ খ্রিঃ তারিখে নতুন রাস্তা, দৌলতপুর এলাকা থেকে উক্ত মামলার অপর আসামী মোঃ ফেলু শেখ প্রকাশ শুকুর শেখ (৩৪), পিতা-মৃতঃ শওকত শেখ প্রকাশ শখা, মাতা-মৃতঃ কমলা বেগম, সাং- সেনহাটি শিববাড়ি মসজিদপাড়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা’কে গ্রেফতার করেন।