এস এম ফারুক, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়িতে অসহায় ও গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অংচিংনু মারমা।
আজ ২৬ মে সোমবার সকালে জেলা সদরের পূর্ব শালবন আদর্শ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণ মানুষের সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অংচিংনু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪০ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা সামগ্রী তুলে দেন।
উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘অসহায় হতদরিদ্র ছাত্র ছাত্রীদের পাশে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সব সময় থাকবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ভালোভাবে লেখাপড়া করো তোমাদের যাবতীয় শিক্ষা সামগ্রীর ব্যবস্থা আমি করব। সারা বাংলাদেশে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
এ সময় গণমানুষের সেবা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা সভাপতি হলাপ্রু মারম, সহ সভাপতি ম্রাসাচিংমারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ করিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সাগর ও,সিনিয়র সহকারী শিক্ষক মিন্টু রানী দাস স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।