জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা নির্বিঘ্ন করতে প্রথমবারের মত ঝিনাইদহের শৈলকুপায় আনসার ডিউটি উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি লিগ্যাল সার্টিফিকেট ধারীদের এ উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টার দিকে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবালের সভাপতিত্বে এক সংক্ষিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট সঞ্জয় সাহা প্রমুখ।
এসময় নির্বাহী কর্মকর্তা আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা পূজামন্ডপে সঠিকভাবে দায়িত্বপালন করবেন। কোন রকম বিশৃঙ্খলা ন্ডৃষ্টি হলে কঠোর হাতে দমন করবেন। এছাড়াও কোথাও কোন সমস্যা হলে জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
অন্যদিকে জেলা কমান্ড্যান্ট সঞ্জয় সাহা বলেন, পূজায় ডিউটি নিতে অফিসে কাউকে কোন টাকা দেওয়া লাগে না। যদি কোন ইউনিয়ন কমান্ডারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমার অফিসের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবারে উপজেলায় ১২১টি পূজামন্ডপে ৫৩৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।