ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি ডিবি’র অভিযানে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ ০৩ মে ২০২১ খ্রিঃ ১২:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন পল্লী মঙ্গল স্কুলের পশ্চিম পাশে, গোবরচাকা মেইন রোডস্থ সরদার চাঁন মিয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ মাসুম বিল্লাহ (৩৫), পিতা-নুর মোঃ সরদার, সাং-শান্তা, থানা-পাইকপাছা, জেলা-খুলনা এবং ০২) মোঃ ওবাইদুল্লাহ সরদার (৩৬), পিতা-মোঃ শহিদুল ইসলাম সরদার, সাং-গোবরচাকা মেইন রোড, হোল্ডিং নং-১৭৯/৪ (ক), থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনাদের’কে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ০১ নাম্বার মাদক ব্যবসায়ী মোঃ মাসুম বিল্লাহ (৩৫) এর বিরুদ্ধে ০২ (দুই) টি মাদকের মামলা রয়েছে এবং ০২ নাম্বার মাদক ব্যবসায়ী মোঃ ওবাইদুল্লাহ সরদার (৩৬) এর বিরুদ্ধে ০১ (এক) টি মাদকের মামলা রয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।