crimepatrol24
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

কেএমপি’র খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ডা’কাতি মামলায় লুন্ঠন হওয়া ১ টি লাল রংয়ের FZ-3 মোটরসাইকেল, নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ১ টি হাঁ’তুড়ি, ১ টি ছে’নি এবং ৩ টি ছো’রাসহ দুই ব্যক্তিকে গ্রে’ফতার করা হয়েছে।

আজ সোমবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ রাত্র অনুমান ২১.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ খুলনা থানার নেতৃত্বে একটি চৌকস টীম কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে লবনচরা থানাধীন বান্দাবাজার এলাকা হতে অত্র মামলার আসামী মোঃ হাসান শেখ(২৩), পিতা-মোসলেম উদ্দিন, মাতা-আম্বিয়া বেগম, সাং-গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-কালিকান্দাবাড়ি, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-ইসলামপাড়া আমতলা মোড়, রশিদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-লবনচরা, জেলা-খুলনা’কে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে ডাকাতি হওয়া ৫ লাখ টাকা উদ্ধারকরতঃ জব্দ করা হয়। তৎপূর্বে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৭.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে খুলনা থানাধীন রুপসা স্ট্যান্ড রোডস্থ বাংলাদেশ ম্যাচ কোম্পানি লিমিটেড এর বন্ধ গেটের সামনে হতে অত্র মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সুমন মাঝি(৩২), পিতা-হুমায়ুন কবির মাঝি, মাতা-ফেরদৌসি, সাং-মদমোল্লা মাঝিবাড়ি, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-মোল্লাপাড়া খালপাড়, মসজিদ বাড়ি রোড, হোল্ডিং নং-৩, থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা’কে গ্রে’ফতারপূর্বক তার হেফাজত হতে উক্ত মামলার আলামত i) ০১ (এক) টি লাল রংয়ের FZ-3 মোটরসাইকেল, যার ইঞ্জিন নং- G3L5E0217813, চেসিস নং- PS2RG64200A028786, একটি হাঁতুড়ি, একটি ছেনি, তিনটি ছোরা এবং  নগদ ৩০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এছাড়াও, উক্ত মামলার অভিযুক্তদের’কে শনাক্তপূর্বক গত ০৯/০২/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২১.৪৫ ঘটিকায় খুলনা থানাধীন চাঁনমারী এলাকা হতে আসামী ১) মোঃ ইউনুচ হাওলাদার@বস কালু(৩৪), পিতা-মোসলেম উদ্দিন হাওলাদার, সাং-গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-কালিকান্দাবাড়ি, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-মোক্তার হোসেন সড়ক, বোখারীপাড়া, থানা-লবনচরা, জেলা-খুলনা’কে এবং গত ০৯/০২/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২১.৩০ ঘটিকার সময় খুলনা থানাধীন রুপসা ট্রাফিক মোড় হতে আসামী ২) আবুল কালাম আজাদ(৫৪), পিতা-মোঃ সালাম হাওলাদার, মাতা-খাদিজা বেগম, সাং-বড় খাজুরা, বাস স্ট্যান্ডের পাশের নতুনবাড়ী, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়’কে গ্রে’ফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ অনুমান ০৪.৩০ ঘটিকায় খুলনা থানাধীন হোল্ডিং নং-৩৯, সাউথ সেন্ট্রাল রোডস্থ এসএম আসাদুজ্জামান তরু(৬১), পিতা-মৃত ডাঃ মহিউদ্দিন আহম্মেদ এর তিন তলার বসত বাড়ীতে অজ্ঞাতনামা ০৬ (ছয়) জন ব্যক্তি এসে উক্ত বাড়ীর সীমানা প্রাচীরের উপর দিয়ে বাসার ২য় তলার বেলকুনিতে উঠে ঘরের প্রবেশের গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা বাড়ীর মালিক এসএম আসাদুজ্জামান তরু(৬১) এর বোন লতিফুর নেছা পারু(৫৫), তার ছেলে এস এম নাসিমুজ্জামান(২৬) কে তাদের হাত, পা র’শি দিয়ে এবং মুখ কাপড় বেঁ’ধে রুমের ভিতর আ’টক করে এবং উক্ত বাড়ীর দারোয়ান অজয়(৫৫) কেও তারা হাত, পা রশি দিয়ে এবং মুখ কাপড় বেঁ’ধে তাদেরকে প্রা’ণনাশের হু’মকি ধা’মকি প্রদান করে রুমের ভিতর থাকা আলমারি যার ভিতর রক্ষিত স্বর্ণের চেইন ০২(দুই) টি, যার ওজন ০৩(তিন) ভরি, যার মূল্য অনুমান ২ লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণের আংটি ০৭(দুই) টি, যার ওজন ০২(দুই) ভরি, যার মূল্য অনুমান ১লাখ ৬০ হাজার টাকা, স্বর্ণের কানের দুল ০১(এক) আনা, যার ওজন ০৮(আট) আনা, যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা,  স্বর্ণের হাতের বালা ০১(এক) জোড়া, যার ওজন ০২(দুই) ভরি, যার মূল্য অনুমান ১ লাখ ৬০ হাজার টাকা,  ডায়মন্ডের নেকলেস ০১(এক) টি, যার মূল্য অনুমান ২০ হাজার টাকা,  নগদ ২০ লাখ টাকা এবং বাসার সিঁড়ি ঘরে থাকা একটি FZ ভার্সন-৩, লাল রংয়ের মোটর সাইকেল, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১৩-৪১১১, যার মূল্য অনুমান ২ লাখ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ২৯ লাখ  টাকার মালামাল নিয়ে ২৯/০১/২০২৩ খ্রিঃ তারিখ ০৫.৩০ ঘটিকায়  উক্ত অজ্ঞাতনামা ০৬(ছয়) জন ব্যক্তি চলে যায়। এ সংক্রান্তে খুলনা থানার মামলা নং-৩১, তারিখ-২৯/০১/২০২৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়েছে। অত্র মামলাটি বর্তমানে খুলনা থানার এসআই(নিঃ) মোঃ সাইদুর রহমানের নিকট তদন্তাধীন আছে।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ নম্বর আসামি গ্রেফতার

কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ নম্বর আসামি গ্রেফতার

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

মধুপুরে সুমন সোহাগ বস্ত্র বিতানে ৭ লক্ষ টাকার মালা মাল চুরি

কেএমপি’র অভিযানে মা’দকসহ১০ মা’দক কারবারি গ্রেফতার

বগুড়ায় ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতায় গ্রাম পর্যায়ে বাড়ছে আইনী জনসচেতনতা

সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা ফিরিয়ে দেবে মিয়ানমারের সেনাবাহিনী

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

দেবীগঞ্জে বাঁশঝাড় থেকে  গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত