ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কেএমপি’র লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৭৫০ গ্রাম স্ব’র্ণের বারসহ ২ জনকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ শনিবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ দুপুর সাড়ে ১২ টায় অফিসার ইনচার্জ লবণচরা থানা, কেএমপি, খুলনা এর নেতৃত্বে একটি চৌকস টীম কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী ব্রিজ হতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে আরাফাত ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে ১) ইমন বড়-য়া(২২), পিতা-বিটু বড়-য়া, মাতা- সুমি বড়-য়া, সাং-মোহাম্মদপুর, পশ্চিম রাউজান, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে তার পরিহিত ডান পায়ের জুতার সুকতলার নিচে রক্ষিত অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো ৮ (আট) পিস স্ব’র্ণের বার এবং বাম পায়ের জুতার সুকতলার নিচ থেকে রক্ষিত অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো ৭ (সাত) পিস স্ব’র্ণের বারসহ গ্রে’ফতার করা হয়। গ্রে’ফতারকৃত আসামীর নিকট থেকে উদ্ধারকৃত মোট ১৫ (পনের) পিস স্ব’র্ণের বার যার সর্বমোট ওজন ১ কেজি ৭৫০ গ্রাম এবং মূল্য আনুমানিক ১ কোটি চল্লিশ লাখ টাকা। গ্রে’ফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার সহযোগী আসামী ২। আবুল হোসেন (৩৮), পিতা-আবুর কাশেম মোল্লা, সাং-ডলবা, মোল্লা বাড়ি, পোঃ বাতিসা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রে’ফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-১২, তারিখ-২৮/০১/২০২৩ খ্রিঃ, ধারা-The Special Power Act, 1974 এর 25 B(1)(A)/25 D রুজু করা হয়েছে।