ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ ১ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্র দাস (৩৮), পিতা-যুগল চন্দ্র দাস, সাং-চন্দনকর রুদ্রগড় ইউনিয়ন, থানা-শরিয়তপুর সদর, জেলা-শরিয়তপুরকে ২ পিস (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে স্বর্ণের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।