ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ গ্রাম গাঁজাসহ ০৭ (সাত) জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে ০৩ (তিন) জনসহ সর্বমোট ১০ (দশ) জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইশান কবির খান@জ্যোতি(৩৫), পিতা-হুমায়ুন কবির খান, সাং-৩৮, সুলতান আহম্মেদ রোড, থানা-খুলনা সদর; ২) লিমন ভূঁইয়া(১৭), পিতা-মোঃ বশির ভূঁইয়া, সাং-রুপসা বেড়ীবাধ রোড, চটের বটতলা, থানা-খুলনা সদর; ৩) মোঃ টিপু সুলতান(২৪) পিতা-মৃতঃ লাল মোহাম্মাদ লালু সরদার, সাং-পলেরহাট, পোষ্ট-ধরাদহ, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-হোল্ডিং নং-১২১, নির্জন আবাসিক, কালভাটের মাথায়, থানা-খুলনা সদর; ৪) মোঃ লিমন@সোহাগ(২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর শেখ, সাং-২৭, হাজী মেহের রোড, ইকবাল নগর, থানা-খুলনা সদর; ৫) মোঃ নুর আলম গাজী(৩০), পিতা-মৃতঃ গনি গাজী, সাং-পূর্ব দুরমুজখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা; ৬) মোঃ রাহাত শেখ(২৪), পিতা-মোঃ রাজু শেখ, সাং-পারেরহাট বৌডুবি, থানা-জিয়ানগর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর এবং ০৭) মোঃ আবুল কালাম আজাদ(২৯), পিতা-মৃতঃ মোছাব্দী মাষ্টার, সাং-শরফাবাদ, ওয়ার্ড নং-০৬, কেশবপুর পৌরসভা, থানা-কেশবপুর, জেলা-যশোর, এ/পি সাং-মিয়া পাড়া, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর সংশ্লিষ্ট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৮) আব্দুল হাই মোল্লা(৩৫), পিতা-মৃতঃ আব্দুল হক, সাং-৫নং মাছঘাট, গ্রীণল্যান্ড আবাসন, সি-ব্লক, থানা-খুলনা সদর; ৯) শাহিন হাওলাদার(৩০), পিতা-সেলিম হাওলাদার, সাং-৫নং মাছঘাট, গ্রীণল্যান্ড আবাসন, ডি-ব্লক, থানা-খুলনা সদর এবং ১০) আলম সওদাগার(৪৩), পিতা-মৃতঃ চাঁন সওদাগার, সাং-৫নং মাছঘাট, গ্রীণল্যান্ড আবাসন, ডি-ব্লক, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদের’কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।