
ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম গাঁজা এবং ৭ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুুুুলিশ।
আজ রোববার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আবু হেনা মোস্তফা কামাল @হিমেল(৩১), পিতা-মৃতঃ হুমায়ুন কবির, সাং-রায়পাড়া মেইন রোড, কসমস ক্লাবের পাশে, বাড়ী নং-৮৫, থানা-খুলনা সদর; ২) তুহিন খান @সুমন(৩১), পিতা-আব্দুল মজিদ খান, সাং-গালুয়া দূর্গাপুর, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠী, এ/পি সাং-বাইতীপাড়া, থানা-খুলনা সদর ৩) মোঃ সোহেল(২৫), পিতা-মোঃ আশরাফ, সাং-গজালিয়া বাঝোনদারপাড়া, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-উত্তর কাশিপুর, পোড়াবাড়ি মসজিদের পাশে, থানা- খালিশপুর; ৪) মোঃ মাহফুজ(১৯), পিতা-মোঃ মাহাবুব, সাং-মধ্যডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে, থানা-দৌলতপুর এবং ৫) মোঃ তুহিনুর রহমান @তুহিন(৫০), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-১১৫/২(ক), সোনাডাঙ্গা থানা রোড, ১৮ নং ওয়ার্ড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম গাঁজা এবং ৭ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।