ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কেএমপির দৌরতপুর থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে জিআর-১৮৪/২০২০ দৌলতপুর ১০(১২)২০২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) মূলে ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ মিরাজ হাওলাদার@মিরাজ ব্যাপারী, পিতা-মোঃ আঃ রব ব্যাপারী, সাং-দেয়ানা বকুল তলার মোড়, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।