ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র গোয়েন্দা বিভাগের মা’দক বিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ ১ জন মা’দক কারবারিকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ বুধবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ মার্চ ২০২৪ খ্রি. রাত সাড়ে ৯ টায় খুলনা মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন এম-এ-বারী সড়কের ২২ তলা ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে মা’দক কারবারি সামছু শেখ (৫৫), পিতা-মৃত: জব্বার শেখ, সাং-চাঁপাতলা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট’কে ২ কেজি গাঁ’জাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মা’দক কারবারি’র বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মা’দকদ্রব্য গাঁ’জা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে মর্মে জানা যায় এবং ইত:পূর্বে মা’দক কারবারি সামছু শেখ এর বিরুদ্ধে ০৭ (সাত) টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।