ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ (ছয়) জন অনলাইন জু’য়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত্র অনুমান ০৯:২০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত থানাধীন আলীর ক্লাব মোড় এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জু’য়া খেলার সময় অনলাইন জু’য়াড়ি ১) মোঃ হানিফ(৫২), পিতা-মৃত: কালাম মিয়া, সাং-দারুস সালাম আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ এনায়েত মোড়ল(৪৫), পিতা-মৃত: মোড়ল শহিদুল্লাহ, সাং-তমিজউদ্দিন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ মিজানুর রহমান(২৭), পিতা-আশরাফ আলী হাওলাদার, সাং-দারুস সালাম মহল্লা, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ মনির(৫২), পিতা-মৃত: মোদাচ্ছের সরদার, সাং-তমিজউদ্দিন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ শাহাদাত হোসেন(৩২), পিতা-আশরাফ আলী, সাং-দারুস সালাম মহল্লা, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৬) মোঃ জাহিদুল ইসলাম(৫০), পিতা-মৃত: মমিন উদ্দিন, সাং-তমিজউদ্দিন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে গ্রে’ফতার করা হয়েছে। গ্রেফতার অনলাইন জু’য়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-২৮৮/২০২৩, তারিখ-০৪/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।