ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২১ মে ২০২৫ তারিখ রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালিয়ে মাদক কারবারি ১. আলেয়া (৬০), স্বামী-মৃত মজিবর মোল্যা, সাং-০১ নং আইজগাতি, থানা-রূপসা, ২. রুহুল আমিন(৩০), পিতা-মোঃ মোকবুল হোসেন, সাং-০১ নং আইজগাতি, থানা-রূপসা, এবং ৩. আনোয়ার হোসেন সোহাগ (৩৫), পিতা-মৃত: আমজাদ হোসেন, সাং-০১ নং ইসলামপুর ক্রসলেন, দোলখোলা, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে নিকট হতে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।