ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে ৩৫০ গ্রাম গাঁ’জা, ৭৮ পিস ই’য়াবা ট্যাবলেট, ২৪ লিটার চো’লাই মদ এবং মা’দক বিক্রয়লব্ধ ৫ হাজার ২৫০ টাকাসহ ৬ জন মা’দক কারবারিকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মা’দক বিরোধী অভিযানে মা’দক কারবারি ১. মোঃ হাসান শেখ(২৩), পিতা-হাবিবুর রহমান শেখ, সাং-লবণচরা, থানা-লবণচরা; ২. মোঃ শওকত শেখ(৩৫), পিতা-মৃত: আঃ মান্নান, সাং-পাঙ্খাচর লঞ্চঘাটের পশ্চিম পাশে, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-পিপলস্ জুট মিল সংলগ্ন, থানা-খালিশপুর; ৩. মহসিন শেখ(৪১), পিতা-মৃত: মকবুল শেখ, সাং-গাবতলা ইষ্টার্ণগেট বাজার, থানা-খানজাহানআলী; ৪. মোঃ রাব্বি(২৪), পিতা-মৃত: শামছুল হক, সাং-ক্যাসলের মোড় উত্তর কাশিপুর, থানা-খালিশপুর; ৫. মোঃ হাবিব মোল্লা(৩০), পিতা-মৃত: রেজাউল মোল্লা, সাং-বড়নাল ইলিয়াছাবাদ, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-দক্ষিণ কাশিপুর, থানা-খালিশপুর এবং ৬. মোঃ সেন্টু হাওলাদার(৩৮), পিতা-মৃত: জলিল হাওলাদার, সাং-আইচগাতী মিল্কি দেয়াড়া, থানা-রুপসা, জেলা-খুলনাদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উক্ত মা’দক কারবারিদের নিকট হতে ৩৫০ গ্রাম গাঁ’জা, ৭৮ পিস ই’য়াবা ট্যাবলেট, ২৪ লিটার চো’লাই ম’দ এবং মা’দক বিক্রয়লব্ধ ৫,২৫০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মা’দক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৫ টি মামলা রুজু করা হয়েছে।