ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) দিপ্ত বিশ্বাস(২৪), পিতা-মৃত: লরেন্স প্রদীপ বিশ্বাস, সাং-২/২ সোনাডাঙ্গা ইষ্ট লেন, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) মোঃ আলামিন(২৬), পিতা-মোঃ মন্নাফ ওরফে মান্নান, সাং-নিউজপ্রিন্ট শ্রমিক ভবন এর সামনে, থানা-খালিশপুর, ৩) মোঃ বাপ্পি হাওলাদার(২২), পিতা-মৃত: হোসেন হাওলাদার, সাং-সেনপাড়া, থানা-দৌলতপুর এবং ৪) মোঃ হাবিবুর রহমান হাবিব(৪০), পিতা-মৃত: টুকু বিশ্বাস, সাং-আরাফাত আবাসিক প্রকল্প, থানা-হরিণটানা, এ/পি সাং-সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড বড় মসজিদের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।