ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজাসহ ০৯ (নয়) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার, শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) রফিকুল ইসলাম হাসিব(২০), পিতা- মোঃ ইব্রাহিম হোসেন মিঠু, সাং-নবপল্লী, বাসা নং-২১, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ আকাশ তালুকদার(২১), পিতা-মোঃ খোকন তালুকদার, সাং-ইসলাম কমিশনারের মোড়, থানা- সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ রেদোয়ান বাবু@ চুয়া(১৯), পিতা-মৃত: জিয়া, সাং-নয়াবাটি বড়বাড়ী, থানা- খালিশপুর; ৪) মোঃ রুবেল হাজরা (৩৫), পিতা-মৃত: আশরাফ হাজরা, সাং-নয়াবাটি (নর্থ জোন বি-১১৬, থানা- খালিশপুর; ৫) মোঃ শামীম মৃধা(২১), পিতা- মৃত: মোঃ চাঁন মিয়া, সাং-সবুজ নগর, থানা- মঠবাড়িয়া, পিরোজপুর, এ/পি সাং- নয়াবাটি (হাজী শরীয়তল্লাহ স্কুলের পাশে), থানা- খালিশপুর; ৬) এমদাদুল শেখ@কালাচাঁদ(৩৩), পিতা-মৃত: রসুল শেখ, সাং-জামিরতলা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এ/পি সাং-হোগলাডাঙ্গা বাজার মোড়, থানা-হরিণটানা; ৭) মোঃ নীরব আহমেদ @ নয়ন(২৪), পিতা-মোঃ মোজাম্মেল খাঁ, সাং-ঝিলবুনিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-পুটিমারী রেলব্রীজ সড়ক, জোড়া তালগাছ মোড়, ফজর আলীর বাসার পাশে, থানা-লবণচরা; ৮) মোঃ হাবিবুর রহমান(২৪), পিতা-মৃত: মহসিন শেখ, সাং-রূপসা বাগমারা চিকমার সামনে, কোম্পানী রোড, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ৯) মোঃ রাব্বী(২১), পিতা-মোঃ আক্কাস শেখ, সাং-শামছুর রহমান রোড, বাইতিপাড়া, মতি মসজিদের সামনে, থানা-খুলনা, খুলনা মহানগরী’দের কে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।