ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে ০১ কেজি ৪৬০ গ্রাম গাঁ’জা, ১০ গ্রাম হে’রোইন এবং ২৫ পিস ই’য়াবা ট্যাবলেটসহ ১১ জন মা’দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মা’দক বিরোধী অভিযানে মা’দক কারবারি ১. মোঃ জাহাঙ্গীর(৫০), পিতা-মৃত: মোতালেব সরদার, সাং-বাইতিপাড়া রোড, থানা-খালিশপুর, ২. মোঃ মিজানুর চৌধূরী(২০), পিতা-জিয়া চৌধুরী, সাং-লাখোহাটি বারাকপুর, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৩. মোঃ ইয়াসিন হাওলাদার@জাহিদুল(২০), পিতা-মোঃ মনির হাওলাদার, সাং-ফরিদপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-মীরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী, ৪. মোঃ সোহেল খন্দকার(৪৩), পিতা-মৃত: রজব আলী খন্দকার, সাং-সেন্ট্রাল ওয়েস্ট ব্লক, থানা-খালিশপুর, ৫. আবু মোহাম্মদ@কানা আবুল(৬৫), পিতা-মৃত: আব্দুর রহমান, সাং-পাবলা কারিকর পাড়া, থানা-দৌলতপুর, ৬. মোঃ সাগর মুন্সী(২৫), পিতা-পারভেজ মুন্সী, সাং-পাটগাতি বাজার, থানা-টঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-রেলওয়ে মাটিপট্টি কলোনী, থানা-খুলনা, ৭. মোঃ সম্রাট(২৩), পিতা-সিরাজুল ইসলাম, সাং-জাবুসা, থানা-রূপসা, জেলা-খুলনা, ৮. রেদোয়ান শেখ(২৫), পিতা-মৃত: আশরাফ আলী শেখ, সাং-জাবুসা, থানা-রূপসা, জেলা-খুলনা, ৯. শেখ ময়নুদ্দিন(৪৫), পিতা-শেখ নূর মোহাম্মদ, সাং-রায়ের মহল সুইচ গেট, থানা-হরিণটানা, ১০. মোঃ সজল(৩৫), পিতা-মৃত: মতলেব হাওলাদার, সাং-৪নং ফুডঘাট, থানা-খুলনা এবং ১১) মোঃ শাহাজান মৃধা(৪৪), পিতা-মোঃ কামাল মৃধা, সাং-আমতলা মঙ্গলেরহাট, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-চাঁনমারী, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ৪৬০ গ্রাম গাঁ’জা, ১০ গ্রাম হে’রোইন এবং ২৫ পিস ই’য়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১০ টি মাদক মামলা রুজু করা হয়েছে।