ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির লবণচরা থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গত ১৯ জুলাই ২০২৫ তারিখ বিকালে মোহাম্মাদনগর এলাকায় অভিযান চালিয়ে ১. ফয়সাল আহম্মেদ(৩৮), পিতা-মৃত: আব্দুল হক মোড়ল, সাং-কামার খোলা, থানা-দাকোপ, জেলা-খুলনা এবং ২. মেজবা গাজী(৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম গাজী, সাং-কামার খোলা, থানা-দাকোপ, জেলা-খুলনাদ্বয়কে ৭৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















