
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার ( ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নুরুন্নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিল্লাল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে মাদক পা*চার ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ‘উদ্ধারকৃত গাঁজা অন্য জেলায় পাচারের উদ্দেশ্যে পরিবহণ করা হচ্ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী বলেন,“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কুলিয়ারচর থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

















