
মনোনয়ন পরিবর্তন না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান
দৈনিক ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পরিবর্তন করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্থানীয় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়ে ঐক্যের ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতারা । মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকেলে হোমনা পৌর সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঐক্যের ঘোষণা দেন। তারা বলেন, বহিরাগত প্রার্থী দিলে এ আসনে ধানের শীষের বিজয় ঝুঁকির মুখে পড়তে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হোমনা ও তিতাসে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রার্থীকেই ভোট দিয়ে আসছেন সাধারণ ভোটাররা। তাই কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বাহিরে মেঘনা উপজেলার প্রার্থী ঘোষণা করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা দাবি করেন, ঘোষিত প্রার্থীর পরিচিতি কম এবং অতীত কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
লিখিত বক্তব্যে আরও বলেন, স্থানীয় মানুষ বহিরাগত কাউকে সহজে গ্রহণ করেন না। ভুল প্রার্থী দিলে ভোটাররা শীর্ষ নেতৃত্বের প্রতি অনীহা দেখাতে পারেন। বিরোধীরা সুযোগ পেয়ে নির্বাচনে কূটকৌশল চালাতে পারে। প্রার্থীর গ্রহণযোগ্যতা কম হলে ধানের শীষের জয় কঠিন হয়ে যাবে।
মনোনয়ন প্রত্যাশী স্থানীয় প্রার্থীরা বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এতদিন তারা কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করেননি। এখন জনগণের মতামতকে বিবেচনায় নিয়ে তারা একমত হয়েছেন। হোমনা ও তিতাসের বাইরে কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। স্থানীয় প্রার্থীদের মধ্য থেকে যাকে দল চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই মিলেই তাকে বিজয়ী করতে কাজ করবেন তারা।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতি নির্ধারকদের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনা করার জোর দাবি জানান। তাদের মতে, সৎ, যোগ্য ও তৃণমূলের নেতাই এ আসনে বিজয় নিশ্চিত করতে পারে।
স্থানীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস-২ এবং অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান বলেন, ‘ দল যদি মনোনয়ন পরিবর্তন না করে, তাহলে আমি এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, ইনশাআল্লাহ।’
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান ঘোষণা দিয়েছেন দল মনোনয়ন পরিবর্তন না করলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এক্ষেত্রে আপনার ভূমিকা কী হবে, আপনি কি দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন না স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন – দৈনিক ক্রাইম পেট্রোল সম্পাদকের এমন প্রশ্নের জবাবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী পদবঞ্চিত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান বলেন, ‘সবাই মিলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবো। বহিরাগত কাউকে মেনে নেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


















