ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রেমিকার বাবা, চাচাসহ পরিবারের লোকদের পি’টুনিতে যুবকের মৃ’ত্যুর ঘটনায় ৩ জনকে গ্রে’ফতার করা হয়েছে। রোববার (৭ মে) রাতে ও সোমবার (৮ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। সোমবার বিকালে র্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামের রওশন মিয়া ৪০), তার স্ত্রী আঁখি বেগম ও জাহাঙ্গীর মিয়া (৩২)।
র্যাব জানায়, প্রেমিকা তন্বি আক্তারের বাবা ও তার পরিবারের লোকজন নিহত মাহিনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে তন্বির স্বজনরা মাহিনকে বাধা দিলেও প্রেমের সম্পর্ক অব্যাহত রাখে। এতে প্রেমিকার বাবা-চাচাসহ পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে মাহিনকে বাড়িতে ডেকে নিয়ে নি’র্যাতন করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাহিন মারা যায়।
এদিকে মাহিনের মৃত্যুর খবর পেয়ে তার বাবা হিরণ মিয়া একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নি’হত মাহিনের মা রুজিনা বেগম বাদী হয়ে রোববার রাতে তন্বি আক্তারের বাবা, মা ও চাচাসহ ৩ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।
কোতয়ালি থানার ওসি আহমেদ মনজুর মোরশেদ বলেন, ‘গ্রেফতার ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’