মোহাম্মদ মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় বিএনপির গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।আজ বুধবার (১১ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ১১ হতে ৩ টা পর্যন্ত কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ বিভাগীয় বিএনপির আয়োজনে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়। বর্তমান সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এই গণ- অবস্থান কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এএফএম তারেক মুন্সি, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মন্জুরুল আহসান মুন্সি, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান মানিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।