কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে হারিছা বেগম নামের এক মহিলা, তার দুই মেয়ে ও ছেলের বিরুদ্ধে ভুয়া কবর ও গোরস্থান বানিয়ে চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো: খাইরুল ইসলাম এর প্রতিবাদ করলে উল্টো তার বিরুদ্ধে হারিছা বেগম কিশোরগঞ্জ মডেল থানায় বাড়ি ও জমি দ*খলের একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়াও তাকে দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে তার সাথে কথোপকথনের একটি ভিডিও বিএনপি নেতার জমি দখলের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।
এলাকাবাসীর অভিযোগ, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার দাপটে একই ইউনিয়নের জহির ও ইকবাল গংদের জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মাণসহ অসংখ্য অভিযোগ রয়েছে ওই নারীর বিরুদ্ধে। এখানে চলাচলের রাস্তার উপর ভুয়া কবর বানিয়ে জায়গা দখল করে আছে।
সরেজমিনে জানা যায়, জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো: খাইরুল ইসলাম সাড়ে ৪ শতাংশ জমির উপর একটি বাড়ি নির্মাণ করে এবং চলাচলের জন্য ৭ফুট রাস্তা ব্যবহার করে। গত ৯ এপ্রিল ভূয়া কবর বানিয়ে গোরস্থানের নামে ৩ হাত জায়গা জোরপূর্বক দখল করে।
এ বিষয় জমির মালিক মো: খাইরুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি আমি ভোগদখল করে আসছি। গত ৯ তারিখে পার্শ্ববর্তী বাড়ির হারিছা ও তার ছেলে মেয়ে বাড়ির চলাচলের রাস্তার উপর নকল কবর বানিয়ে সীমানা প্রাচীর দিয়ে রাস্তার ৩ হাত জায়গা দখল করে। আমি তার প্রতিবাদ করলে উল্টো আমার নামে জমি দখলের অভিযোগ করে। আমি তার সাথে এ নিয়ে কথা বলেছি। সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল করে আমাকে দলের কাছে হেয়প্রতিপন্ন করেছে। আমি তার বিচার চাই।
এ বিষয় রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মো: মুরশিদ উদ্দিন বলেন, আমরা যতটুকু জানি এই জায়গাটা খাইরুলের নিজের জায়গা। তারপরও তার বিরুদ্ধে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা এর সত্যতা পেলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।