ঝিনাইদহ প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাস ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালি সরকার এ জরিমানা আদায় করেন। এ সময় তার সাথে কালীগঞ্জ থানার এসআই সাগরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। ভুপালি সরকার জানান, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮হাজার ৩শ টাকা জরিমিানা করা হয়। তিনি আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।