
ঝিনাইদহ প্রতিনিধি :
পুলিশ নিয়ে নিজেই মাদক উদ্ধার অভিযানে নামলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। সোমবার রাতে আকস্মিকভাবে তিনি পৌর এলাকার বলিদাপাড়া গ্রামে মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালান। এ সময় ১ কেজি গাঁজা ও ইয়াবাসহ পপি খাতুন নামে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন জানান, মাদক বিকিকিনির সংবাদসহ ওই স্থানে অভিযান চালাতে পৌর মেয়র মহোদয় রাত সাড়ে ৮ার দিকে তাকে নিয়ে বলিদাপাড়া গ্রামে এক অভিযানে নামেন। এ সময় ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারি রাজ্জাকের বাড়ী থেকে ১ কেজি ১৬ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, ও গাঁজা মাপের পাল্লাসহ তার স্ত্রী পপিকে আটক করে। পুলিশ জানায়, আটক পপি খাতুন ও তার স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
পৌর মেয়র আশরাফ জানান, তিনি তার পৌর এলাকাকে মাদকমুক্ত করতে চান। এ অনুভূতি থেকেই তিনি নিজে পুলিশ ডেকে অভিযানে গিয়েছিলেন।