ঝিনাইদহ প্রতিনিধি :
চোখের সামনে পানের বুরুজে জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাঠ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামের মাঠে কৃষকের প্রায় ১০ বিঘা জমির পানের বুরুজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এঘটনা ঘটে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, শালিখা গ্রামের কৃষক ইমান আলীর আখ ক্ষেতে শুকনো পাতা পোড়ানোর কাজ করছিল এলাকার শ্রমিকরা। এসময় এই আগুন ছড়িয়ে পানের বুরুজে লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশে পাশে থাকা পানের বুরুজে। শহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় ১০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় শালিখা গ্রামের খোকন আলী, ইমরান হোসেন, নয়ন হোসেন, শিব দত্ত, আজু হোসেন, ইমান আলী, রতন হোসেন ও বাকের আলী সহ দশজন কৃষকের প্রায় ১০ বিঘা জমিতে আগুন লেগে পুড়ে যায়। এতে কৃষকের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পরে এলাকার নারী- পুরুষ অনেকেই ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে কিন্তু তারা আগুন নিভাতে ব্যর্থ হয়। ফলে ১০ বিঘার পানের বরজ পুড়ে শেষ হয়। শালিকা গ্রামের অধিকাংশ মানুষ পান বুরুজের চাষ করে জীবিকা নির্বাহ করে। আবার কেউ বলেছে সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত ঘটতে পারে। শালিখা গ্রামের কৃষক খোকন আলী জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি ১৬ শতক জমিতে পানের বুরুজ করেছিলেন। এটাই তার পরিবারের আয়-উপর্জনের একমাত্র পথ। গত বছরও আগুন লেগে তার পানের বুরুজ পুড়ে যায়। তার পানের বুরুজটি পুড়ে যাওয়ায় জমির পাশেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, নিয়ামত ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার। কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছি। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কৃষকের প্রায় ১০ বিঘা জমির পান বুরুজ পুড়ে গেছে। জমির পাশের আখ ক্ষেতের শুকনো পাতা পোড়ানো থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।