মো. ইব্রাহিম খলিল,হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…… রাজিউন )। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি (নাজমুন নাহার) ২০১০ সালের ফ্রেরুয়ারি মাস থেকে হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।