জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এল,পি,জি গ্যাস, তেল, চিনি, চাল, সার, ওষুধসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে কমানোর দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমবেশে বক্তব্য রাখেন বাসদ, ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাড. আসাদুল ইসলাম আসাদ, জেলা বাসদ সদস্য মমিনুর রহমান মিটুল, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তোয়াব অপু, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম মিটুল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা সভাপতি শারমিন সুলতানা প্রমুখ।