
পাবনা প্রতিনিধি >>
২০০৪ সালের ২১ আগস্ট সারাদেশে গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক ১৯ আসামিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগের এক অংশের নেতা-কর্মীরা।
আজ বুধবার (২১ আগস্ট) সকালে ঈশ্বরদী শহরের রেলগেট সড়কে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা এই আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত নায়েক আবদুল কাদের, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ মালিথা, পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম নান্টু ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথাসহ বিভিন্ন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল। যারা ভেবেছিল দেশকে দমিয়ে রাখা যাবে। তাদের সে ধারণা আজ ভুল প্রমাণিত হযেছে। বরং সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
তারা বলেন, ২০০৪ সালের ইতিহাস আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। ২১ আগস্ট মানে আমাদের লজ্জার দিন, কষ্টের দিন, শোকের দিন। সেদিনের ব্যথা শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে।
মানববন্ধনে অংশ নেওয়া সবাই গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রতি ধিক্কার জানান। একই সঙ্গে মামলার রায়ে সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করার আহ্বান জানান।