আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরের ইসলামপুর উপজেলা দীর্ঘ ৩ বছর ধরে ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা কার্যালয়ে ধরনা দিয়েও প্রতিবন্ধী ভাতা পাননি হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী খুকি রানী । একটি কার্ড বা ভাতা পাওয়ার আশা প্রায় ছেড়ে দেওয়া ৫৭ বছরের বৃদ্ধা, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত খুকি রানী সর্বশেষ প্রচেষ্টা হিসেবে বুধবার ২৭ নভেম্বর বিকালে ইসলামপুর উপজেলা চেয়ারম্যানের অফিসে উপস্থিত হন।করুণ সুরে তার দীর্ঘ দিনের আক্ষেপের কথা বলেন। উপজেলা চেযারম্যান অ্যাড. জামান আব্দুন নাসের বাবুলের হৃদয়ে দাগ কাটে।তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিভাগ-এ ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ভাতা পাবেন এই আশায় দৃষ্টি প্রতিবন্ধী খুকি রানীর চোখে-মুখে তৃপ্তির হাসি ফুটে উঠে।
ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পিরিজপুর গ্রামের হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী খুকি রানী বিগত ৩বছর ধরে প্রতিবন্ধী ভাতার জন্য ইউনিয়নের মেম্বার,চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে ধরণা দেন। অভাবের তাড়নায় তাদের কাছে শত অনুনয়-বিনয় করলেও তাদের কারো মন গলেনি। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা কর্ম অক্ষম এই প্রতিবন্ধী বৃদ্ধা শুধু অবহেলিতই হয়েছেন।