ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার সদ্য বিদায়ী পুলিশ সুপার এম এ জলিল অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে দায়িত্বভার অর্পণ করে আজ ০২/০৯/২০২২ খ্রিঃ তারিখ সিলেট রেঞ্জ এর উদ্দেশ্যে রওনা হন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা এর নতুন পুলিশ সুপার হিসেবে কানাই লাল সরকার স্থলাভিষিক্ত হন। এম এ জলিল ২২ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। নব নিযুক্ত পুলিশ সুপার জনাব কানাই লাল সরকার ২৭ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিদায়ী অতিরিক্ত ডিআইজি ও নব নিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত ডিআইজি এম এ জলিল স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন এবং নবনিযুক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার সাইকুল আহম্মেদ ভূঁইয়া সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।