ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার আওতাভুক্ত বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোপীনাথপুর সাকিনস্থ ডয়েডো মটরস বিডি লিমিটেড (খুলনা টু মোংলা হাইওয়ে রোডের পূর্ব পার্শ্বে অবস্থিত) এ চু’রির ঘটনা ঘটে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং ফ্যাক্টরী কর্তৃপক্ষের সহযোগিতায় ধৃত আসামি ১) মোঃ আসাদুল্লাহ আল গালিব (২১), পিতা- মোঃ তোতা মিয়া, মাতা- মৃত নাছিমা বেগম, সাং- বকুলতলা, থানা- মংলা ২) এস এম সালমি সায়াদ (৩০), পিতা- এস এম নুরুন্নবী, মাতা- সেলিনা বেগম, সাং- সুলতানিয়া, থানা- রামপাল, উভয় জেলা- বাগেরহাট দ্বয়কে হেফাজতে নেয়। ধৃত আসমীদের নিকট হতে চু’রি যাওয়া অনুমান ৪৯ হাজার ৫শ’ (উনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র ফ্যাক্টরীর ম্যানেজার জয় প্রকাশ ঢালী (২৩) রামপাল থানায় হাজির হয়ে এজাহারনামীয় ২ (দুই) জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর’ই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে এ ইউনিটের চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের উপর উক্ত মামলার তদন্তভার প্রদান করেন।
এ মামলার অন্যান্য আসামি গ্রেফতারের চেষ্টাসহ আইনানুগ সকল কার্যক্রম অব্যাহত আছে।