
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ইটনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. রায়হানুল ইসলাম।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. বিধানচন্দ্র দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম এবং তামাক নিয়ন্ত্রণ সংগঠন ‘কাইডস’-এর পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য শাহ সারওয়ার জাহান।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের চারটি গ্রুপে ভাগ করে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্ভাব্য করণীয় নির্ধারণ করা হয়। প্রশিক্ষণে তামাকের ক্ষতিকর দিক, আইন প্রয়োগের কৌশল এবং সমন্বিতভাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

















