মো. ইব্রাহিম খলিল:
পেশাজীবীদের সংগঠন ‘আলোকিত হোমনা’ এর উদ্যোগে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হোমনা উপজেলার ৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘আলোকিত হোমনা মেধাবৃত্তি’ প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আলোকিত হোমনার সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব, সংগঠনের সহ-সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. তাজুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার এম অলিউল্লাহ,
সংগঠনের সাধারণ সম্পাদক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মিজানুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক জিএম মো. জহিরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমেদ, সাবেক যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও সংগঠনের যুগ্ন-সম্পাদক নুরুজ্জামান আহমেদ, সোনালী ব্যাংকের জিএম রেজাউল করিম,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নজরুল ইসলাম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও উপ-সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।
শেষে বৃত্তিপ্রাপ্ত ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ছয় মাসের বৃত্তি হিসেবে ‘আলোকিত হোমনা’র মেধাবৃত্তি’র নগদ ৯ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬ হাজার টাকা প্রদান করা হয়।