
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান বলেছেন, আমাদের সময় এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। খাওয়া- দাওয়া ঘুমানোর সময় নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণ করে মুক্তিযুদ্ধের চেতনার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চান।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সরণি (বাউসী ব্রীজ) এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সরিষাবাড়ী উপজেলা কমান্ড আয়োজিত নানা কর্মসূচীর মধ্যে মহান মুক্তিযুদ্ধে সরিষাবাড়ী হানাদারমুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন,এক সাগর রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।কারো দয়া-দানে নয়।বাংলাদেশের ১৬ কোটি মানুষ কোন দিনই এ রক্তের মূল্য দিতে পারবে না।কোনো মুক্তিযোদ্ধা টিনের ঘরে থাকবে না।তাদের জন্য বিল্ডিংয়ের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সরিষাবাড়ী উপজেলা কমান্ড এর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান বক্তব্য রাখেন এবং মুক্তিযোদ্ধা সরণি (বাউসী ব্রীজ) থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত সজ্জিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,মুজিব বাহিনী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক।