আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাল্য বিয়ের আয়োজন করার দায়ে পিতা ও নিকাহ রেজিস্ট্রার উভয় দুই জনকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ৯ অক্টোবর)সন্ধায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি সৌলাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশের একটি সঙ্গীয় ফোর্স নিয়ে বিবাহ অনুষ্ঠানে হাজির হন।
ঘটনাস্থলে দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন করার দায়ে কনের পিতা মকবুল হোসেনকে বাল্য বিবাহ নিরোধ আইন (২০১৭) এর (৮) ধারায় এক হাজার টাকা জরিমানা এবং বাল্য বিবাহ পরিচালনা ও সহযোগিতা করার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইন (২০১৭) এর (৯) ধারায় মির্জাপুর ইউনিয়নের কাজী মো. খোরশিদ আলম সিদ্দিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিক জরিমানার অর্থ ভ্রাম্যমাণ আদালতে পরিশোধ করে মুক্তি লাভ করেন।