
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : আটোয়ারী উপজেলায় অভিমান করে লক্ষী রানী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। লক্ষী রানী উপজেলার বলরামপুর ইউনিয়নের নাপিতপাড়া এলাকার সাকালু নাপিতের মেয়ে এবং বলরামপুর মির্জা গোলাম হাফিজ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার পরিবারের সকলের অগোচরে লক্ষী রানী নিজ শয়ন ঘরে এ ঘটনা ঘটায়। স্থানীয়দের কাজ থেকে জানা যায়, বিদ্যালয়ের বনভোজন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নির্ধারিত ফি চাওয়ায় গত রাতে লক্ষী রানী ও তার বাবার মধ্যে ঝগড়া হয়। সকালে শোনা যায় তার আত্মহত্যার খবর। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়ন্ত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।