নীলফামারী প্রতিনিধি॥ আখেরি মোনাজাতে বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো নীলফামারীর মিনি ইজতেমা।শনিবার(৮ ফেব্রুয়ারি)দুপুরে মোনাজাতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়েছিল ইজতেমা স্থল জেলা সদরের নগর দারোয়ানী সুতা কল মাঠ এলাকা।এ ছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে ছড়িয়ে পড়ে সেই ধ্বনি।৩০ মিনিট হয় সেই আখেরি মোনাজাত।
এতে তাবলিগ জামাতের সুরা সদস্য কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন মোনাজাত পরিচালনা করেন। ইজতেমার মুরব্বি অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোনাজাতে অংশ নিতে ময়দানসহ আশপাশের রাস্তাঘাট, কলকারখানার ছাদ, খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নেন লক্ষাধিক নারী-পুরুষ ।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর তিন দিনব্যাপী এই মিনি ইজতেমা শুরু হয়েছিল। ইজতেমা ও আখেরি মোনাজাত উপলক্ষে লাখো মুসল্লির সমাগম সহজ করতে যান চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় নীলফামারী পুলিশ।