
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন দেখে। আওয়ামী লীগ সরকার মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া হবে। প্রতিটি গ্রাম শহরে রূপান্তরিত হবে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার মুখের দিকে তাকিয়ে আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ নিয়ে রাজনীতি করি। আমরা মানুষের সেবা করতেই রাজনীতি করি। আমরা বিএনপি- জামাতের মতো তথাকথিত চোর, খুনি, যুদ্ধাপরাধীদের সাথে আঁতাত করে রাজনীতি করি না।
শুক্রবার সন্ধায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে একটি স্কুল উদ্ভোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌরমেয়র রুকনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি একেএম মোজাম্মেল হক তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাচ্চু, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি আলহাজ মোজ্জামেল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, বিদ্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান মেরাজ, ইকরামুল হক লালন, ফারুক আহমেদ পলাশ প্রমুখ।