crimepatrol24
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবশেষে প্রাণ ফিরে পেলো ঝিনাইদহের নবগঙ্গা নদী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী। সংস্কার, বেদখল আর কচুরিপানার কারণে নাব্যতা হারাতে বসেছিল নদীটি। অবশেষে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় পরিস্কার করা হয়েছে নদীর কচুরিপানা। সদর উপজেলার বিভিন্ন অংশে নদীটির কচুরিপানা পরিস্কার করা হয়েছে। এতে নদীটি ফিরে পেয়েছে আগের রূপ। তবে সংস্কার ও দখলমুক্ত করলে নদীটি আগের গতি ফিরে পেত বলে আশাবাদী নদীপাড়ের বাসিন্দারা।

জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন জুড়ে নবগঙ্গা নদীতে কচুরিপানা জমেছিল দীঘির্দন ধরে। সে জন্য নাব্যতা না থাকায় নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যায়। আর একারণে প্রতিবছর নদী দখল হয়ে যাচ্ছিল। এ বছর নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে নদীটি পরিস্কার করার উদ্যোগ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। কর্মঠ এই উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সাড়া দিয়েছে স্থানীয় মানুষ। উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্যজীবিদের সহযোগিতায় চলতি মাসের শুরুর দিকে শুরু হয়েছে এ অভিযান। ইতোমধ্যে পরিস্কার করা হয়েছে শহরের প্রায় ৫ কিলোমিটার নদীর কচুরিপানা। এলাকাবাসী মনে করেন, নদী পরিস্কার হলে কমপক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০-৩৫ গ্রামের মানুষ উপকৃত হবে। নদীতে থাকা দেশীয় প্রজাতির মাছসহ জীব-বৈচিত্র রক্ষা পাবে।

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন বলেন, নদীটিতে গত ১৫-২০ বছর আগে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে খেয়া ফেলে মাছ শিকার করত। কিন্তু কচুরিপানার কারণে নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে পানি নিষ্কাশনে সমস্যা হয়ে পড়ে। কচুরিপানা পরিস্কারের জন্য যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে এতে আশা করছি নদীটিতে আগের মত মাছ পাওয়া যাবে।

শহরের ভুটিয়ারগাতি এলাকার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুর সাত্তার বলেন, নদীর কচুরিপানার পরিস্কার করার কারণে নদীটির স্বাভাবিক গতিপথ ফিরে পেয়েছে। এতে উপকার হয়েছে গরীব অসহায় মৎস্যজীবীদের। এ জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের উদ্যোগ সকল উপজেলায় গ্রহণ করা হলে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো আগের রূপ ফিরে পাবে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্যারের নির্দেশনায় নবগঙ্গা বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলার নবগঙ্গা, বেগবতি ও ভৈরব নদের কচুরিপানা পরিস্কারের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। প্রথমে নবগঙ্গার কচুরিপানা পরিস্কার করা হচ্ছে। নদীপাড়ের মানুষের সুবিধা, মৎস্যজীবীদের সুবিধা ও নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এ উদ্যোগ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ

হোমনায় দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পের উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

শরীয়তপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে : মসিক মেয়র

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতার, রাজধানীতেই ১৭টি মামলা

হোমনায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত- ৩

দেশে করোনায় ২০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,১৬২

নীলফামারীতে সিভিল সার্জন অফিসের একজনসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

কেএমপি’র অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪