![](https://crimepatrol24.com/wp-content/uploads/IMG20190824155207-1024x577.jpg)
কামরুল হক চৌধুরী>>
অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ উল্লেখ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে আহবান জানান কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। তিনি আজ শনিবার বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি হাইস্কুল মাঠে – মরহুম বেলায়েত হোসেন সরকার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর দৌহিত্র মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়া, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দীন এবং বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূর নবী। ১৫ ই আগস্ট নিহত শহীদদের স্মরণেে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার পর খেলা শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।