রফিকুল ইসলাম : লাখো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই মুখের ভাষা বাংলা। এ দিবসটি হলো একুশে ফেব্রুয়ারি। এ দিনে বাঙালি জাতির মুখের ভাষা বাংলা ফিরিয়ে আনতে জীবন বিলিয়ে দিতে হয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকতসহ আরো লাখো মানুষকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি) এর উদ্যোগে ১ম প্রহরে ফুল দিয়ে এবং মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। উক্ত পুষ্পমাল্য প্রদান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অনেকের সাথেই কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে অংশগ্রহণ করেছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি)-এর নেতা-কর্মীবৃন্দ।
কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি) নেতা-কর্মীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম(বিপ্লব) ও তার সহধর্মিণী আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নিউজ ২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি খোকন, সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, আরটিভি এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি শেখ বেলাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যামিলি টিভি ও দৈনিক ঘোষণা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, চ্যানেল সিক্স এর বিশেষ প্রতিনিধি সোহেল পারভেজ, যমুনা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, মাহমুদ হাসান, আমিন হাসান, আব্দুল আওয়াল, আরাফাত হোসেন ও সারফুসহ অনেকেই।