
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ নিজ অর্থায়নে হোমনায় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
আজ সোমবার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে সদরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী ও খেটে খাওয়া অসহায় মানুষের প্রত্যেককে ৬ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে হোমনা ও তিতাসে ৩০ মে.টন চাল এবং ১০ মে.টন আলু বিতরণ করা হবে। প্রয়োজনে এই ত্রাণ আরও বাড়তে পারে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, আবুল কাশেম প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সামসুজ্জামান, সাবেক কমিশনার মানিক মিয়া ইমন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিপু ও সদস্য মো. সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা লাখ মিয়া, শ্রমিক লীগ নেতা আল আমিন ও মো. সালাহউদ্দিন প্রমুখ।