মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি >>
কুমিল্লার হোমনায় মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মোটিভেশনাল সেমিনার’ এবং এসএসসি ও দাখিল পরীক্ষা-২০১৯ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উক্ত সেমিনার,সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব সূবর্ণা শামীম আলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মো. শহীদ উল্লাহ্, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, হোমনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, হোমনা উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, হোমনা উপজেলা প্রেক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ইসরাত জলিল মীম, শিক্ষার্থী বরকত উল্লাহ্ ও সুমাইয়া আক্তার প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪৮ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।