মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় দুই সহোদরসহ সাত মাদকাসক্তকে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আটক ওই মাদকাসক্তদের আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আজগর আলী তার কার্যালয়ে সাত মাদকাসক্তের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা সবাই এক হাজার টাকা করে অর্থদন্ড পরিশোধ করে মুক্তি পান। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলা সদরের শংকর ঘোষের ছেলে রিপন ঘোষ (৩০), মৃত আবদুল করিমের ছেলে নজরুল ইসলাম (২৮) ও তার ভাই শফিকুল ইসলাম মুন্না (২৩), মৃত সোনা মিয়ার ছেলে সেলিম (৫০), জগন্নাতকান্দি গ্রামের আবদুস সালামের ছেলে শান্ত (২৭), ভিটি কালমিনা গ্রামের আবু তাহেরের ছেলে শেখ ফরিদ (৩২), তিতাস উপজেলার তেঘুরিয়া পাড়ার মোসলেমের ছেলে আবদুল মান্নান (৩২)।