মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ঘারমোড়া বাজারে চার মিষ্টি দোকানীকে ১ লক্ষ টাকা ও হাঁড় ভাংগা এক্সরে ক্লিনিকের মালিককে ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । আজ বুধবার সকালে উপজেলার ঘারমোড়া বাজারে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী।
ঘারমোড়া হাঁড়ভাঙ্গা এক্স-রে ক্লিনিক এর ডাঃ মোঃ একরামুল হক এমবিবিএস পাশ না করেই কেবল এলএমএফ পাশ করেই নিজে লাইসেন্স বিহীন ক্লিনিক খুলে নিজে ডাঃ সেজে চেম্বারে বসে হাড়ভাঙ্গার চিকিৎসা করা , এক্স-রে করা এবং সে মোতাবেক বিশেষজ্ঞ ডাঃ হিসেবে প্রেসক্রিপশন দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেই ভুয়া বিশেষজ্ঞ ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে, মিষ্টির দোকানগুলোতে ওজনে কম দেওয়া, খাবারের সাথে রঙ মেশানো, স্যাতঁস্যাতে পরিবেশ, অপরিস্কার- অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ এবং ৪৬ ধারা লঙ্ঘনের দায়ে ৪ টি মিষ্টির দোকান মালিককে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মিষ্টির কারখানাগুলো ১ সপ্তাহের জন্য বন্ধ করে পরিবেশ স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পূর্ব থেকেই খাবার ও ইফতারে ভেজাল প্রতিরোধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে হোমনা উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।