মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
”বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে আজ মঙ্গলবার (১৯মার্চ, ২০১৯ খ্রি.) সকাল ১০ টায় এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ ডা. মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন , হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাজরুল ইসলাম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাজিদ সরকার ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া সুলতানা।
আলোচনাসভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক ১৭ টি স্টল অংশগ্রহণ করে।