মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার ( ১৭ মার্চ ২০১৯ খ্রি.) আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। আনন্দ শোভাযাত্রাটি সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।
সহকারী কমিশনার(ভূমি) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌরসভার মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম, আছাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের কমাণ্ডার মো. মোশারফ হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন লিটন ও হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল কুমার ভৌমিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ও টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের ২ জন শিক্ষার্থী।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল হক দেওয়ান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে
উপস্হিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।